মহামারি করোনাভাইরাসের কারনে অসহায় পড়া মানুষের সহায়তার জন্য তহবিল গঠন করতে নিজের পছন্দের ব্রেসলেলট নিলামের তোলারা সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
‘অকশন ফর অ্যাকশন’ মাধ্যমে নিলামে উঠানো ব্রেসলেটের ভিত্তিমূল্য হবে ৫ লাখ টাকা। নিলামটি আজ রাত থেকে শুরু হবে এবং চলবে আগামীকাল পর্যন্ত। এরপর ব্রেসলেটের বিজয়ীর নাম ঘোষনা করা হবে।
‘অকশন ফর অ্যাকশন’ তাদের ফেসবুক পেইজে এ খবরটি প্রকাশ করেছে।
ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে তারা জানায়, ‘১৮ বছরের ক্যারিয়ারের উথান-পতনের সাক্ষী ব্রেসলেটটি নিলামে তুলছেন মাশরাফি বিন মর্তুজা। যার ভিত্তিমূল্য ৫ লাখ টাকা। নিলামটি আজ রাতে শুরু হবে এবং আগামীকাল শেষ হবে।’
এর আগে ‘অকশন ফর অ্যাকশন’ সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলো। যা বিক্রি হয় ২০ লাখ টাকায়।
নিবকো ম্যানেজমেন্টের মাধ্যমে নিলামে তোলা হয় মুশফিকুর রহিমের ব্যাট। যা বিক্রি হয় ১৭ লাখ টাকায়।
এছাড়াও দেশের আরও কিছু খেলোয়াড়ও তাদের প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলেছিলেন।