মাশরাফি ও মুশফিকের অন্যরকম একটি দিন

দুনিয়ায় বিপজ্জনক খেলাগুলোর মধ্যে ক্রিকেট একটি। ক্রিকেটের মাঠে প্রাণ গেছে অনেক খেলোয়াড়ের। আধুনিক ক্রিকেটে বাড়ানো হয়েছে নানান নিরাপত্তা সরঞ্জাম। তবে চোখ বেঁধে ক্রিকেট খেললেন বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম!

দৃষ্টিপ্রতিবন্ধীরা বলের ভেতরের বিশেষ শব্দ শুনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করে। এমন ক্রিকেটের অভিজ্ঞতা কখনো হয় নি মাশরাফিদের। তাই, চোখ বেঁধে দৃষ্টিপ্রতিবন্ধীদের সাথে ক্রিকেট খেললেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। তাদের কথা শুনলেন, তাদের সাথে গল্প করলেন।

শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই দুই ক্রিকেটার উপস্থিত হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহ দেন। এই আয়োজনে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড (এবিসি) নামের প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসে পড়া ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়ে অংশগ্রহণ করেন। আর এই ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সহায়তা করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী।

জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটাররের সাথে খেলতে পেরে উচ্ছ্বসিত ছিল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা। মাশরাফি-মুশফিকের সাথে কথা বলেন, সেলফি তোলেন। অন্যদিকে মাশরাফিরাও ছিলেন দারুণ খুশি, ‘এই শিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারাও সবকিছু করতে পারে। দৃষ্টিসম্পন্ন মানুষের চেয়ে তাদের দক্ষতা কোনো অংশেই কম নয়।’

মুশফিকরা জানিয়েছেন এমন স্মৃতি কখনো ভুলবেন না। দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শুভকামনা জানানোর পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের এই দুই তারকা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিরোজ ফর অল’ দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এই সুযোগ করে দেয়।

আজকের বাজার: সালি / ২১ জানুয়ারি ২০১৮