বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কড়া সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রাড হগ। এক ভিডিও বার্তায় এ ক্রিকেটার বলেন, মাশরাফি দলকে পেছনে টেনে ধরছেন।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি। তার হাত ধরেই বদলে গেছে এ দেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের অগ্রপথিক ভাবা হয় মাশরাফিকে। তাই এদেশের মানুষের কাছে মাশরাফি নামটা অন্যরকম গুরুত্ব বহন করে।
তবে চলতি বিশ্বকাপে খুব একটা ভাল সময় যাচ্ছে না তার। সাদামাটা বোলিংয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন বাংলাদেশের অধিনায়ক। এতেই তার সমালোচনায় মেতেছেন দেশী সমর্থকসহ বিদেশী সাবেক ক্রিকেটাররা। এবার মাশরাফির সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রাড হগ।
এক ভিডিও বিশ্লেষণের এক পর্যায় তিনি মাশরাফির সমালোচনা করে বলেন, ‘সবারই লক্ষ্য থাকে বিশ্বকাপে দারুণ কিছু করে শেষ করতে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না। সবাই দারুণভাবে শেষ করতে চায়, সবাই দুর্দান্তভাবে শেষ করতে চায়। কিন্তু আপনি শুধু বাংলাদেশ দলকে পেছনে টেনে ধরছেন যেটা কোন অ্যাথলেটিসিজম না। তাই দলে তরুণদের নিন, প্লিজ।’
আজকের বাজার/এমএইচ