একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
আগামীকাল রোববার (১০ নভেম্বর) তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
তবে, তারা কোন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও সূত্রটি জানিয়েছে, মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন।
তাদের দুজনেরই যেহেতু ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে তাই নির্বাচনে অংশ নিলে কোনো সমস্যা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে চলতি বছরের মে মাসে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, খেললে সমস্যা কী? আমিও নির্বাচন করি, আবার ক্রিকেটের সঙ্গে আছি।
আজকের বাজার/এমএইচ