জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
স্থানীয় শিল্পকলা একাডেমীতে সমাজের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, ‘সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা দু’হাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।’
তিনি আরো বলেন দেশের বেশিরভাগ শিক্ষত মানুষই দূর্নীতির সঙ্গে যুক্ত। যারা দেশের উন্নয়নে সমাজের তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে তারাই প্রকৃত নায়ক।
মাশরাফি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া আমাদের সকলের দায়িত্ব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর আরম বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগ সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান