করোনা মোকাবেলায় যেসব বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে তার অন্যতম হলো মাস্ক। বিশ্বের বিভিন্ন দেশেই মাস্ক না পরে যারা বাসা থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। কিন্তু কড়াকড়িতে সবাইকে যেন ছাপিয়ে গেলো কাতার। দেশটিতে মাস্ক না পরে বাড়ি থেকে বের হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। শুধু তাই নয়, আর্থিক জরিমানা করা হতে পারে ৫৫ হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশি টাকায় যা ৪৬ লাখ টাকারও বেশি।
কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ হাজার ৬০৪ জন এবং মারা গেছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার তিনশ ৭০ জন। বাকি ২৮ হাজার দু’শ ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।
করোনা সংক্রমণের জেরে দেশের অর্থনীতি যেন ভেঙে না পড়ে সে ব্যাপারে বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি। মাস্ক, সামাজিক বিধির মানার ব্যাপারেও তাই বেশি কড়াকড়ি করছে দেশটি।