যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারির বিস্তার ঠেকাতে আমেরিকানদের প্রতি মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি মাস্ক পরতে বলাকে রাজনৈতিক বিবৃতি হিসেবে বিবেচনা না করার কথাও বলেছেন।
মহামারি প্রতিরোধে তার প্রশাসন থেকে যেসব বিজ্ঞানী নেতৃত্ব দেবেন তাদের নাম ঘোষণার প্রেক্ষাপটে বাইডেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিভাজনমূলক নির্বাচন শেষে মহামারি প্রতিরোধের অভিন্ন লক্ষ্য নিয়ে আমেরিকানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
বাইডেন বলেন, সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, মাস্ক পরুন। আপনার জন্যে মাস্ক পরুন, প্রতিবেশীর জন্যে মাস্ক পরুন।
তিনি আরো বলেন, মাস্ক কোন রাজনৈতিক বিবৃতি নয়। কিন্তু দেশকে একত্র করার কাজ শুরু করতে এটি একটি ভালো উপায়।
ডেলওয়ারের উইলমিংটন থেকে সোমবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে বাইডেন ও নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান কোভিড ১৯ এডভাইজরি বোর্ডের নাম ঘোষণা করেন।
বাইডেন(৭৭) গত কয়েকমাস ধরে নিয়মিতই মাস্ক পরে আসছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাস্ক ছাড়াই থাকছেন।
মার্কিন কোম্পানী ফাইজার ও জার্মানীর বায়োটেক যৌথভাবে যে টিকা নিয়ে কাজ করছে তা সংক্রমণ রোধে ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে এ ঘোষণার কিছু পরেই বাইডেন তার বক্তব্য রাখেন।
নবনির্বাচিত বাইডেন এ ঘোষণার প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র মাস্ক। আজকের এই খবর জরুরি বাস্তবতাকে পাল্টে দেবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘন্টায় এক লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচেছ বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মারা গেছে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার লোক।