মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জাতীয় পর্যায়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে কোন নির্দেশ জারি করবেন না।
দেশটিতে প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হওয়া সত্ত্বেও ট্রাম্প শুক্রবার এ কথা বলেন।
ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা ভাবছেন কিনা ফক্স নিউজের ক্রিস ওয়ালেসের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি চাই জনগণ তাদের নির্দিষ্ট স্বাধীনতা ভোগ করুক।
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান(সিডিসি) বলেছে, প্রত্যেকে মাস্ক পরলে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, প্রত্যেকে মাস্ক পরলে সংক্রমণ দূর হয়ে যাবে আমি এই বক্তব্যের সাথে একমত নই।
তিনি আরো বলেন, ড. এন্থনি ফাউচি বলেছেন মাস্ক না পরতে, আমাদের সার্জন জেনারেল বলেছেন, মাস্ক না পরতে। প্রত্যেকেই বলেছে মাস্ক না পরতে। কিন্তু হঠাৎই সকলে বলতে শুরু করলো মাস্ক পরতে।
তিনি বলেন, আপনারা জানেন, মাস্কে সমস্যাও তৈরি হয়। তবু আমি মাস্কে বিশ্বাস করি। আমি মনে করি মাস্ক ভালো।
করোনার সংক্রমণ শুরুর পর থেকে ট্রাম্প মাস্ক না পরায় তার উপর চাপ তৈরি হয়। একপর্যায়ে গত ১১ জুলাই তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক পরেন।