ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পজেটিভ শনাক্তের পর ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন শুক্রবার আমেরিকানদের করোনভাইরাসকে গুরুত্ব সহকারে নেওয়ার ও জনসমক্ষে ফেস মাস্ক পড়ার আহ্বান জানিয়েছেন।
বাইডেন মঙ্গলবার ট্রাম্পের সাথে মঞ্চে বিতর্কে অংশ নেয়ার পর শুক্রবার কোভিড -১৯ টেস্টে ট্রাম্পের করোনা পজেটিভ ধরা পড়ে।
ভোটের লড়াইয়ের প্রধান কেন্দ্র মিশিগান অঙ্গরাজ্যের একটি নির্বাচনী জনসভায় বক্তৃতায় বাইডেন বলেন, এটি কোনো রাজনীতির বিষয় নয়, বরং আমাদের সকলকে একযোগে স্মরণ রাখতে হবে যে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে দূর হচ্ছে না তাই একে আমাদের গুরুত্ব দিতে হবে।
তিনি মাস্ক পড়া, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব অনুশীলনে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশপ্রেমিক হোন। এটি নিজেকে ‘শারিরীক শক্ত-সামর্থবান ব্যক্তি প্রমাণের’ বিষয় নয়, এটা আপনার নিজের দায়িত্ব পালনের বিষয়।”