মহামারি করোনাভাইরাসের এই সংকটকালে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘প্রত্যেকের মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যক। অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যখন মাস্ক ফেলে দেয় সেটাও যেন সঠিকভাবে ফেলা হয়। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করা যাবে। এটা তিন স্তর বিশিষ্ট। মাস্ক খুলে রাখার সময় সাবান পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আধাঘণ্টা থেকে একঘণ্টা সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে এই মাস্ক ধুয়ে শুকিয়ে আবার আমরা ব্যবহার করতে পারি।’
নাসিমা সুলতানা বলেন, ‘আমরা সাধারণ জনগণ কাপড়ের মাস্ক ব্যবহার করবো। কারণ সার্জিক্যাল মাস্ক হাসপাতালে ব্যবহারের জন্য। চিকিৎসক, চিকিৎসাসংক্রান্ত কাজে যারা যুক্ত তারা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন। কাজেই আমরা যদি কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি এটা আমাদের জন্য সাশ্রয়ী হবে। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশক হিসেবে ধরে নিতে হবে এবং মাস্ক পড়তে হবে।’
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।