মাহমুদুর রহমানের ওপর হামলা ছাত্রলীগ করেনি: হাছান

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ছাত্রলীগ করেনি। এটা দুষ্কৃতিকারীরা করেছে কিন্তু ছাত্রলীগের ওপর দোষ চাপানো হচ্ছে।

সোমবার (২৩ জুলাই) সকাল ১০টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৯৩তম জন্মবার্ষিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, মাহমুদের ওপর হামলা হয়েছে এটাকে আমরা সমর্থন করি না। এই দুষ্কৃতিকারীদের তদন্ত করে দেখা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য মুকুল বোস। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানের নির্দেশে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অরুণ সরকার রানা, নওশাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজকের বাজার/এমএইচ