মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বুধবার (৮ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে গভীর রাতে মাহাথিরের জোটকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিজয়ী হওয়ার পরে মাহাথির বলেছিলেন, আজও রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করাবেন। তবে রাজপ্রাসাদ থেকে একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, মালয়েশিয়ার রাজদরবারে আজ মাহাথিরের শপথের কোনও কর্মসূচি নেই। তবে এর কারণ জানাননি তিনি।
বিজয়ী জোটের পরিকল্পনা অনুযায়ী ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন পিকেআর দলের প্রধান ডা. আজিজাহ। তবে সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।
রাজপ্রাসাদের যোগাযোগ কর্মকর্তা মো. হোসনি ইউসুফকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, আজ প্রধানমন্ত্রীর শপথের কোনও কর্মসূচি নেই। হোসনি ইউসুফ বলেছেন, এখনও নতুন প্রধানমন্ত্রীর শপথের দিনক্ষণ নির্ধারিত হয়নি।’
নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারপান সংসদের ২২২ আসনের মধ্যে ১২২টি জয় পেয়েছে। অন্যদিকে নাজিবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন। এ ছাড়া ইসলামি দল পেয়েছে ১৮টি আসন। বাকি তিনটি আসন পেয়েছেন অন্যরা।
আজকের বাজার/ এমএইচ