মায়ানমারের ওপর চাপ বাড়ানোর আহবান প্রধানমন্ত্রীর

ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে আগত জনপ্রতিনিধিদের রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর রোববার বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের বক্তব্যে তিনি এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন,আপনাদের অনুরোধ জানাব,রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করুন। মায়ানমারকে তার নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।

সম্প্রতি মায়ানমার সরকারের দমন-পীড়নে এ পর্যন্ত ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে অতিথিদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের মানবিক কারণে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলেও যোগ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে সিপিএ সম্মেলন উপলক্ষে একটি ডাকটিকিট অবমুক্ত করেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের মধ্যে ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের সমন্বয়ে গঠিত ১৮০টি ব্রাঞ্চের মধ্যে ১১০টি ব্রাঞ্চের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ ৫ শতাধিক পার্লামেন্ট সদস্য অংশ নিয়েছেন।
রোববার সকাল ৯টা থেকে আমন্ত্রিত অতিথিরা ভেন্যুতে আসা শুরু করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চে রোববার সকাল সাড়ে ১০টায় ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু আনুষ্ঠানিকতা।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন সিপিএ চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পড়ে শোনোনো হয় সিপিএ-এর প্যাট্রন ব্রিটেনের রানি এলিজাবেথের পাঠানো বার্তা। এরপর জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ৫ মিনিটের একটি ভিডিওচিত্র দেখানো হয়। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার কোরিওগ্রাফিতে তুলে ধরা হয় বঙ্গবন্ধু ও তার স্বপ্নের সোনার বাংলাদেশকে।

সিপিএ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে রোহিঙ্গা ইস্যু নিয়ে সিপিসি ডেলিগেটদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর বিকাল সাড়ে ৪টায় এ বিষয়ে দেশী-বিদেশী সাংবাদিকদের ব্রিফ করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সিপিসির অস্থায়ী মিডিয়া সেন্টারে। এরপর শুরু হবে সিপিএর বিভিন্ন অঞ্চলভিত্তিক গ্রুপের সভা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভালে আফ্রিকা, লিজেন্ডারিতে এশিয়া, ইটারনিটিতে অস্ট্রেলিয়া, উইন্ডি হলে ব্রিটিশ আইল্যান্ড ও মেডিটারেনিয়ান, এলিগ্যান্টে কানাডা, গ্রিন ভিউ-২তে ক্যারিবিয়ান, আমেরিকান ও আটলান্টিক, হারমোনিতে ভারত, গ্রিন ভিউ-১-এ প্যাসিফিক ও মাইলস্টোনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সভা অনুষ্ঠিত হবে।

এদিকে ৬৩তম সিপিসির প্রথম পর্যায়ে অনুষ্ঠিত ৩৬তম স্মল ব্রাঞ্চেস সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে বেশকিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির কাজে স্বচ্ছতা আনা, রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করার অঙ্গীকার, নারীর ক্ষমতায়নে কাজ করা, জলসীমার সার্বভৌমত্ব রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু দূষণরোধে কার্যকর ভূমিকা রাখা। এসব প্রস্তাব সিপিএর নির্বাহী কমিটিতে উত্থাপন করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে ৫ নভেম্বর ২০১৭