নাফ নদী থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।শনিবার ৩ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে নাফ নদীতে মাছ শিকার করার হোয়াকং উঞ্চিপ্রাং জিম্মংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। বিজিপির গুলিতে মো. ইসলাম (৩৫) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে জেলেরা নাফ নদীর জিম্মংখালী এলাকায় মাছ ধরতে যান। হঠাৎ করে বিজিপি তাঁদের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে একটি ট্রলারে করে এসে তারা জেলেদের ধরে নিয়ে যায়। গুলিবিদ্ধ জেলে সাঁতরে বাংলাদেশের তীরের দিকে চলে আসেন। ধরে নেয়া ওই পাঁচ জেলে হলেন আজিজুল্লাহ, ইয়ার মোহাম্মদ, শাহা আলম, মো. রফিক ও পেটান আলী। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াকং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায়।
এ প্রসঙ্গে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, ‘সকালের ঘটনা শুনেছি। জেলেদের ওপর গুলিবর্ষণ ও অন্য জেলেদের ধরে নেয়ার বিষয় নিয়ে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে।
আজকের বাজার:এসএস/৩ফেব্রুয়ারি ২০১৮