মায়ানমারে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে ইসরায়েল

রোহিঙ্গা মুসলমানদের ওপর ধর্ষণ ও গণহত্যাসহ নানা ধরনের বর্বরতা সত্ত্বেও মায়ানমার সরকারের কাছে অস্ত্র এবং গোলাবারুদ বিক্রি বন্ধ করতে অস্বীকার করেছে ইসরায়েল। এ খবর দিয়েছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজ।

মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নির্যাতনে দেশটির সরকারি বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে ইসরায়েল। কিন্তু এসব কিছুই ইসরায়েলের মিয়ানমার নীতি পরিবর্তন করেনি। বার্মাকে অস্ত্র সরবরাহে এসব কিছুকে বাধা মনে করছেন না ইসরায়েল। এমন প্রেক্ষিতে সম্প্রতি

ইসরায়েলের হাইকোর্টে মায়ানমারের কাছে অব্যাহত অস্ত্র বিক্রির বিরোধিতা করে মানবাধিকার কর্মীরা আবেদন করেন। এতে তারা মায়ানমার সরকারের কাছে ইসরায়েলি অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার আদেশ দেয়ার আবেদন জানিয়েছেন। পিটিশন দায়েরের পর ইসরায়েলের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন,পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল মায়ানমারের সামরিক বাহিনীর কাছে অন্তত ১০০ ট্যাংক, টহল নৌযান ও হালকা অস্ত্র বিক্রি করেছে। এছাড়া, ‘তার আইডিয়াল কনসেপ্টস’ নামে আরেকটি কোম্পানি মায়ানমারের বিশেষ বাহিনীকে রাখাইন রাজ্যে প্রশিক্ষণ দিয়েছে। গত আগস্ট মাসে এ কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা ছবিতে দেখা গেছে,কোম্পানির লোকজন মায়ানমারের সেনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে- কিভাবে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করতে হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে গ্রাফিক্স ব্যবহার করে অস্ত্র আমদানির সেই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিয়ানমার কোন দেশের কাছ থেকে কত অস্ত্র কিনেছে, তার বিবরণ রয়েছে। এতে দেখানো হয়েছে মায়ানমারের কাছে সবচেয়ে বেশি অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রি করেছে চীন,রাশিয়া,ভারত,ইসরায়েল ও ইউক্রেন।

আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭