মায়ানমারের নেপিদোতে প্রথমবারের মতো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সোমবার ১৫ জানুয়ারি। এই বৈঠকেই নির্ধারণ হবে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং মায়ানমারের নেতৃত্বে থাকছেন পররাষ্ট্র সচিব মিন্ট থো।
তবে বৈঠকের আগে আবারও অস্থিতিশীল অবস্থা শুরু হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। গত ৫ জানুয়ারি মংডুতে মায়ানমার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে বিদ্রোহী সংগঠন আরসা।
আরসার বক্তব্য, রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হওয়ায় এই হামলা চালানো হয়েছে।
রোহিঙ্গা সংকট সমাধানে গত নভেম্বরে সই হয় ঢাকা-নেপিদো সমঝোতা স্মারক। ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। এতে বলা হয়েছে, স্বেচ্ছায় মায়ানমারে ফিরতে আগ্রহীরাই প্রত্যাবাসনের আওতাধীন। মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মায়ানমারের ৩০ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করবে।
তবে রাখাইনে সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা এ অবস্থায় দেশে ফিরতে কতটা আগ্রহী বা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১৯ ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সই হয় টার্মস অব রেফারেন্স। সে অনুযায়ী ফিজিক্যাল এগ্রিমেন্টের কাঠামো তৈরি করবে বাংলাদেশ-মায়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।
আজকের বাজার:এলকে/ ১৪ জানুয়ারি ২০১৮