মিয়ানমারের একটি পাথর খনিতে বর্জ্যের স্তূপ ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে।
শুক্রবার দেশটির কাচিন অঙ্গরাজ্যে ওয়াই কা গ্রামে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিশ্বের মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত জেড পাথর উৎপাদনকারী দেশ হচ্ছে মিয়ানমার। দেশটির বেসামরিক সরকার নেতৃত্বাধীন এই শিল্প সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। সংশ্লিষ্টরা সরকারের প্রতি নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান জানিয়েছে।
শুক্রবারের বর্জ্য ধসের জায়গায় ২০১৫ সালে এক ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক মিন নং (৩০) বলেন, আমি কোনমতে বেঁচে গেছি। মাটির স্তূপ ধসে পড়েছে এবং মানুষ মারা গেছে। ওয়াই কা গ্রামের প্রশাসক চিত কং বলেন, মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত ও ভূমি ধসের ঝুঁকি কমাতে হলে (সংশ্লিষ্ট) প্রতিষ্ঠানগুলোকে খনন সংশ্লিষ্ট আইনগুলো মেনে চলতে হবে।
পরিবেশবাদী সংগঠন গ্লোবাল উইটনেস অনুসারে, মিয়ানমারে ২০১৪ সালে উৎপাদিত জেড পণ্যের আর্থিক মূল্য ডলারে প্রায় ৩ হাজার ১০০ কোটি। বিশেষজ্ঞদের মতে, এই জেড পাথরগুলোর বেশিরভাগই চীনে পাচার করা হয়।
আরজেড/