রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার মায়ানমার পৌঁছেছেন। রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধনের জন্য বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে পোপের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।
দেশটির গণমাধ্যম ফ্রন্টিয়ার মায়ানমার জানায়, পোপ ফ্রান্সিস রবিবার রাতে ইতালির রাজধানী রোম থেকে মায়ানমারের উদ্দেশ্যে রওনা হন। সোমবার দুপুরে চার দিনের সফরে ইয়াঙ্গুন বিমানবন্দরের পৌঁছান তিনি। বিমানবন্দরের মায়ানমার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। মায়ানমারে কোনো পোপের এটাই প্রথম সফর বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে।
রাখাইনে ব্যাপক দমনপীড়ন চালানোয় বিগত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা দেশ থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
খবরে বলা হয়, এই সফরে মায়ানমারের নেত্রী অং সান সু চি ও দেশটির সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে পোপের।
মায়ানমার থেকে পোপ বাংলাদেশে আসবেন। এখানে রোহিঙ্গাদের ছোট একটি দলের সঙ্গে পোপের সাক্ষাতের কথা রয়েছে।
৮০ বছর বয়সী পোপ ফ্রান্সিস তার উদার দৃষ্টিভঙ্গী ও বৈশ্বিক অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিত।
উল্লেখ্য, মায়ানমারে প্রায় সাত লাখ ক্যাথলিক অনুসারি রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। মায়ানমারের মোট জনসংখ্যা হচ্ছে ৫ কোটি ১০ লাখ।
এদিকে মায়ানমার ও বাংলাদেশ সফরের প্রাক্কালে ফ্রান্সিস টুইটারে সকলের প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে ২৭ নভেম্বর ২০১৭