রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশায় বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দুই দিনের বৈঠক শুরু হয়েছে। বুধবার ২২ নভেম্বর ইয়াঙ্গুনে এ বৈঠককে দুই দেশের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া প্রক্রিয়া নিয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হতে পারে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক। এতে যোগ দিয়েছেন ইয়াঙ্গুনে বাংলাদেশি রাষ্ট্রদূত এম শফিউর রহমান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তারা।
বৈঠকের আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, তিনি বৈঠকের ফল সম্পর্কে আশাবাদী।
মধ্যাহ্নভোজের পর মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির অফিস সংক্রান্ত মন্ত্রী কাইওয়া তিন্ট শয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলীর। আগামী বৃহস্পতিবার তিনি দুই দিনের এ সফরে চূড়ান্ত দফায় বৈঠক করবেন অং সান সুচির সঙ্গে।
সে বৈঠকটি হবে মায়ানমারের প্রশাসনিক রাজধানীতে। প্রাথমিকভাবে এ বৈঠকে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের দিকে দৃষ্টি দেয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়া করতে বিভিন্ন ধারা, শর্ত নিয়ে আলোচনার কথা রয়েছে।
মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, বহুল প্রত্যাশিত এ বৈঠকের দিকে নজর রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা বৈঠকের ফলাফল জানার চেষ্টা করবে। আন্তর্জাতিক সম্প্রদায় চায় কিভাবে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফেরত পাঠানো যায়।
এক্ষেত্রে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শেষ করার একটি সময়সীমা চাইতে পারে বাংলাদেশ। একজন সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে আগামী বৃহস্পতিবার দুই পক্ষ একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করতে পারে। এক্ষেত্রে উভয় পক্ষই বিভিন্ন বিষয়ে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের ফেরত পাঠানো প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা প্রত্যাশা করে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া। এতে জাতিসংঘকে চায় বাংলাদেশ। তবে এখনও বিষয়টি মায়ানমার মেনে নেবে কিনা তা স্পষ্ট নয়।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক চাপের মুখে মায়ানমারের নেত্রী অং সান সুচি বলেছিলেন, এ সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে সমাঝোতা স্বারক স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত নেয়ার কার্যক্রম শুরু হবে।