বাংলাদেশের চলমান রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে ২৩ অক্টোবর সোমবার মায়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ সফরে সে দেশের সরকারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে চলমান রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে।
সংবাদ সংস্থা বাসসকে মন্ত্রী জানান, সোমবার মায়ানমার সফরে যাচ্ছেন তিনি। সফরে স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মায়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। প্রতিনিধিদলটি ২৫ অক্টোবর দেশে ফিরবে জানিয়ে তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার সমাধান করতে চাই এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর আগে মায়ানমারের পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছিল। সম্প্রতি মায়ানমার থেকে আরো পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭