মায়া’য় অভিনয় করবেন পিসি সরকারের মেয়ে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মাসুদ পথিকের নতুন সিনেমা ‘মায়া- দ্য লস্ট মাদার’। নির্মাণাধীন এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় শিল্পী মুমতাজ সরকার।

বিখ্যাত যাদুকর পিসি সরকারের মেয়ে তিনি। এই পর্যন্ত হিন্দি ও তেলুগু মিলিয়ে ৩৬ টি সিনেমায় অভিনয় করেছেন। ভারত থেকে অস্করের জন্য নির্বাচিত একমাত্র সিনেমা ‘রক্তকরবী’র নায়িকাও তিনি।

মাসুদ পথিক বলেন, ‘মুমতাজের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে আমাদের প্রথম শুটিং।’

বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। শুটিং শুরু হবে ১৪ ফ্রেবরুয়ারি থেকে।

সিনেমাটি ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।

‘মায়া- দ্য লস্ট মাদার’র শুটিং হবে ঢাকা ও নরসিংদীর রায়পুরায়। সিনেমাটিতে আরো অভিনয় করছেন, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, রানী সরকার, দেবাষীস কায়সার প্রমুখ। এছাড়া এতে প্রায় ২০ জন কবি অভিনয় করার কথা রয়েছে।

আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮