বলছি অভিনেত্রী সুমাইয়া শিমুর কথা। অনেকদিন অভিনয়ে নেই। দাম্পত্যের ব্যস্ততায় ছিলেন আড়ালে। তবে ব্যতিক্রমী গল্প আর চরিত্র হাতে পেলে অভিনয়ের কাছে ফিরে আসেন। পাশাপাশি বিশেষ বিশেষ দিবসগুলোতেও দেখা যায় তাকে।
আসছে ঈদুর ফিতর উপলক্ষে একটি নাটকে কাজ করলেন সম্প্রতি। নাটকের নাম ‘মায়া গাছ’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন অনন্য ইমন।
নাটকে রওনক হাসানের বিপরীতে দেখা যাবে শিমুকে। এখানে তারা স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর নাটকে ফেরা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘বেশ দারুণ ভাবনার একটি গল্পে নির্মিত হলো নাটকটি। কাজ করে মজা পেয়েছি। সাধারণত কোনো গল্পের প্রধান চরিত্র থাকে নাটকের পাত্র পাত্রী বা নায়ক নায়িকা। কিন্তু এই নাটকের গল্পে প্রধান চরিত্র একটি গাছ। যে গাছটি এক আশ্চর্য মায়ার বাধনে জড়িয়ে রাখে একটা গ্রাম।’
এতে অভিনয় করেছেন আরও অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, কাজি উজ্জল প্রমুখ। নাটকটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।