মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় মায়ের সাথে অভিমান করে নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে মাস্টারপুল এলাকায় সাতকানিয়া ভবনের নিচতলায় এ ঘটনা ঘটেছে।

নিহত শাহিনুর আক্তার (১৬) জেলার বাঁশখালী উপজেলার চাম্বল সিকদারপাড়া এলাকার মোজাফফর চৌধুরীর মেয়ে। সে স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

শাহিনুরের পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, কিশোরী শাহিনুর তার মায়ের সাথে অভিমান করে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে।

আজকের বাজার/এমএইচ