মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুর জেলা টাস্কফোর্সের সভা

মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষন এবং ইলিশের উৎপাদন বাড়াতে ২২দিনের অভিযান বাস্তবায়ন করতে জেলায় আজ টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করনে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এসময় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মা ইলিশ সংরক্ষনের জন্য মেঘনা নদীতে ২২দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।
জাটকা সংরক্ষন ও মা ইলিশ রক্ষায়  আগামী ১৩ অক্টোবর মধ্য রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন মেঘনায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষনা করেছে মৎস্য বিভাগ। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষনা করা হয়। এ ২২দিনে জেলেদের ভিজিএফে’র চাল দেয়া হবে।
এসময় সামাজিক সংগঠন, সাংবাদিক, জেলে প্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। (বাসস)