গত বছরের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিয়ের মধ্য দিয়ে ঘর বেঁধেছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। আর, তার কিছুদিন পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, মা হচ্ছেন এ অবিনেত্রী।
তারই ধারাবাহিকতায়, মুক্তির অপেক্ষায় থাকা, ‘সুই ধাগা’ সিনেমার প্রচারে সহ-অভিনেতা বরুন ধাওয়ানের সঙ্গে একটি অনুষ্ঠানেহাজির হলে দেখা যায়, চেয়ার থেকে ওঠার সময় বেশ সাবধানতা অবলম্বন করছেন আনুশকা। এছাও তার পরনে ছিলো ঢিলেঢালা পোশাক। আর এতেই বলি মহলে গুঞ্জন হয়েছে, মা হচ্ছেন ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ মুভির এ অভিনেত্রী।
এর আগেও এমন গুঞ্জন উঠেছিল যখন বিরাট কোহলি একটি টুইটারে লিখেন, ‘এখন অনেক কিছুই ঘটছে। খুব তাড়াতাড়ি আপনারাও জানতে পারবেন।’তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়।
আজকের বাজার/এএল