গত ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বয়ফ্রেন্ডকে জনসমক্ষে এনেছিলেন তিনি৷ তারপর থেকেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল বলিপাড়ার অন্দরে৷ এরমধ্যেই প্রকাশ্যে এল অন্য এক শুভ খবর৷ বি-টাউনের বিভিন্ন সূত্রের খবর, সম্ভবত প্রথম সন্তান আসছে ইলিয়ানা-অ্যান্ড্রুর জীবনে৷ অর্থাৎ মা হতে চলেছেন ইলিয়ানা৷
নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন ‘বরফি’র অভিনেত্রী৷ সম্পর্ক, প্রেম, বয়ফ্রেন্ড, বিয়ে নিয়ে প্রকাশ্যে তেমন একটা মুখ খুলতে দেখা যায় না তাকে৷ বহুদিনের বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নিবোনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও তাই সংবাদ মাধ্যমের সামনে সেভাবে মুখ খোলেননি ইলিয়ানা ডি’ক্রুজ৷
গত বছর বড়দিনের সময় খ্রিস্টমাস ট্রি আর অ্যান্ড্রুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা৷ সেই ছবির ক্যাপশনে অ্যান্ড্রুকে ‘হাবি’ বলে উল্লেখ করেন৷ জল্পনার সূত্রপাত তখন থেকেই৷ তার আসন্ন বিয়ে নিয়েও আলোচনা কম হয়নি৷ কিন্তু অ্যান্ড্রুর প্রসঙ্গ বরাবরই সযত্নে এড়িয়ে গিয়েছেন নায়িকা৷
‘রেইড’ ছবির প্রমোশনে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়ানা বলেন, আপনি যা দেখছেন এটা একেবারেই সেই রকম৷ আমি কিছু গোপন করছি না আবার কিছু অস্বীকারও করছি না৷ তবে আমাদের কবে দেখা হল, কবে সবকিছু শুরু হল, এইরকম কোনো অতীত নিয়ে ইন্টারভিউতে বলব না৷ এটা খুবই ব্যক্তিগত৷ আমি কোনো সংবাদপত্রের গসিপ কলামে যেতে চাই না৷
সম্পর্কের মতো প্রেগন্যান্সি নিয়েও এখনো মুখ খোলেননি ইলিয়ানা৷ তবে জনসমক্ষে বেশিরভাগ সময়েই তাকে দেখা যাচ্ছে ঢোলা আউটফিটে৷ তবে খবর সত্যতা যাচাই করতে গেলে অপেক্ষা করতেই হবে আরও কিছুদিন৷
এস/