মা হলেন সুনিধি চৌহান

জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান মা হয়েছেন। ইংরেজি বছরের প্রথম দিন বিকেলেই মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী গায়িকা। মঙ্গলবার ০২ জানুয়ারি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। সুনিধির স্বামী হিতেশ অত্যন্ত খুশি। বিকেল ৫.২০ মিনিটে জন্ম হয়েছে সুনিধির ছেলের।

দু’বছর প্রেম করার পর ২০১২-তে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। ১৮ বছর বয়সে গায়িকা বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।

কয়েক মাস আগে তার জন্মদিনেই প্রেগন্যান্ট হওয়ায় সুখবরটি জানা গিয়েছিল।

১৪ আগস্ট, সুনিধির এক ঘনিষ্ঠ বন্ধু অনেক খবর জানিয়েছিলেন। যেমন, সুনিধি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের বাইরে তিনি এই খবর তখনও কাউকে জানান নি। সেই সময়ের বেশিরভাগটাই তিনি বাড়িতেই থাকছিলেন। ‘পাপারাজ্জি’রা যাতে বেবি বাম্প নিয়ে তাকে ফ্রেমবন্দি না করতে পারে সে দিকে খেয়াল রাখছিলেন গায়িকা। সেই সময়টায় নতুন করে বাড়ি সাজানোতে মন দিয়েছিলেন তিনি।

আজকের বাজার: আরআর/ ০২ জানুয়ারি ২০১৮