সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস এবং আইনমন্ত্রীর ছোট ভাই প্রকৌশলী আরিফুল হক রনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকের শুরুতে দুটো শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলের রাষ্ট্রদূত মিজারুল কায়েস গত ১১ মার্চ মৃত্যুবরণ করেন। তার উদ্দেশে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।’
তিনি বলেন, ‘আরেকজন বিশিষ্ট ব্যক্তি, উনি আমাদের আইনমন্ত্রী আনিসুল হকের ভাই ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট আরিফুল হক। তিনি যুক্তরাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং পেশায় ছিলেন। তিনি আমাদের পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে অনলাইনের মাধ্যমে প্রায় বিনা মূল্যে পরামর্শ সেবা দিতেন। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্রে ইন্তেকাল কারেছেন। তার উদ্দেশেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।’