জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেল (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
লুৎফর রহমান ভূঁইয়া রুবেল মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের আতপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে গত ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া রুবেলসহ অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিঠামইন বাজারে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক পাঁচলক্ষ টাকার ক্ষতি হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা করে।
এ ঘটনায় লোকমান হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে মিঠামইন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। (বাসস)