পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) অনুমোদন দিয়েছে। গত ২৯ জুন ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত শেয়ারহোল্ডারদের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় ওই সভায়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম. মনিরুজ্জামান খন্দকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবীরসহ ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ০২ জুলাই ২০১৭