মিতু হত্যা মামলার আসামি সাইদুলের ৬ মাসের জামিন

চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার গ্রেপ্তার আসামি সাইদুল ইসলাম শিকদারের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।

৭ নভেম্বর মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে সাইদুলের পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

সাইদুল আলম শিকদার মিতু হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন মুছার ছোট ভাই।

গত বছরের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

উল্লেখ, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের ও.আর. নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে মাহমুদ আক্তার মিতুকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭