কলকাতার স্বভূমি রাজকুটির হেরিটেজ হোটেলে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পী মিথিলা ও কলকাতার স্বনামধন্য পরিচালক সৃজিত মুখার্জির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত। আর মিথিলার পরনে ছিল লাল রঙের জামদানি শাড়ি, কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই সোনার গয়না। নবদম্পতির সাথে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান