মিথুন নিটিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ । বুধবার ৩জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মিথুন নিটিং অ্যান্ড ডাইং (সিইপিজেড) লিমিটেডের নাম পরিবর্তন করে “টোয়ো নিটেক্স (সিইপিজেড) অ্যান্ড ডাইং লিমিটেড” করবে কোম্পানির কর্তৃপক্ষ। আর এ জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। ইজিএমে বিনিয়োগকারীদের সম্মতি নেয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। কোম্পানির ইজিএম আগামী ১২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় তাল্লু স্পিনিংয়ের ফ্যাক্টরী প্রাঙ্গন, গৌরিপুর, ময়মনসিংহ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জানুয়ারী।

আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮