এ সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার রহমানের এক্তি গানে মডেল হয়েছেন লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মম। মিনার রহমানের গাওয়া ‘বাড়াবাড়ি’ শিরোনামে গানের ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
জানা গেছে, ইতোমধ্যেই কলকাতায় ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এতে মম’র বিপরীতে রয়েছেন কলকাতার রাজদীপ গুপ্ত। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
জানা গেছে, আগামি ১ এপ্রিল গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। এ প্রসঙ্গে মম বলেন, এই গান এবং ভিডিওর গল্প আমার খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও দুর্দান্ত। কাজটি সবাই গ্রহণ করবেন আমার বিশ্বাস।
অন্যদিকে মিনার বলেন, আমার অনেক প্রিয় একটি গান এটি। মম আপুকে পেয়েছি মডেল হিসেবে। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি গানের ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।
এস/