মিনারের ‘বাড়াবাড়ি’ মুক্ত

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনারের গাওয়া একটি গানের মডেল হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। গানের শিরোনাম ‘বাড়াবাড়ি’। লিখেছেন আসিফ ইকবাল।

গানের প্রথম লাইনগুলো হলো ‘আমার ভেতরে আছো তুমি আর তোমার ভেতরে আছি আমি, চলো না দুজন কিছু না ভেবে অজানার পথে নামি, চলো হাতটা ধরি, আর না ছাড়ি, ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি, বাড়াবাড়ি’।

জানা গেছে, গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনার নিজেই। গানের ভিডিওতে মমর বিপরীতে মডেল হয়েছেন ভারতের মডেল রাজদীপ গুপ্ত। গতকাল শনিবার রাতে ভিডিওটি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

এ প্রসঙ্গে মম বলেন, প্রথমত গানের কথাগুলো খুব ভালো লেগেছে। এ জন্যই মূলত ভিডিওতে কাজ করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ ছিল। কাজটি সবাই গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।

মিনার বলেন, বাড়াবাড়ি গানটি আমার নিজেরও অনেক পছন্দের। আমার গানের ভিডিওতে প্রথমবার মম কাজ করেছেন। খুব যত্ন নিয়ে কাজ করেছেন তিনি। ভিডিওটি খুব ভালো লেগেছে।

এস/