বাজারে মিনিকেট নামে যে চাল বিক্রি হচ্ছে, তা আসলে সাধারণ মোটা চাল। পলিশিং মেশিনে কাটা এসব চাল কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তাছাড়া এতে স্বাভাবিক খাদ্যমানও নেই। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তাই করণীয় ঠিক করতে সংসদীয় কমিটির বৈঠকে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপনা করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম),মুহিবুর রহমান মানিক ও মো. তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে অংশ নেন।
মিনিকেট চাল নিয়ে গবেষণার ফলাফলটি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করে জনসচেতনতা সৃষ্টির সুপারিশ করে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ ধরনের প্রতারণা বন্ধে সরকারকে ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়।
বৈঠকে জানানো হয়,২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিআইডিএস মোট ১০৭টি গবেষণা কার্যক্রম পরিচালনা করে,যার মধ্যে ৪৪.১৭ শতাংশ বাংলাদেশ সরকারের অর্থায়নে,৫২.৩৬ শতাংশ বেসরকারি অর্থায়নে এবং ৩.৪৭ শতাংশ বিআইডিএস’র নিজস্ব অর্থায়নে সম্পন্ন হয়েছে।
দেশের ব্যাংক ব্যবস্থা থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাটের ঘটনা কিভাবে রোধ করা যায় এবং শেয়ারবাজার যাতে স্থিতিশীল থাকে সে সম্পর্কে আরও কার্যকর গবেষণা পরিচালনার সুপারিশ করা হয়।
পরিকল্পনা বিভাগের সচিব,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব,বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭