মিন্নিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত।

বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে অভিযোগের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় বলে খবর ইউএনবির।

মিন্নি ছাড়া বাকি অভিযুক্তরা হলেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

আগামী ৮ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।

অভিযুক্তদের মধ্যে মুসা পলাতক রয়েছেন। এছাড়া আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টের জামিনে আছেন।

আজকের বাজার/লুৎফর রহমান