মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২০০৭ সালের প্রথম হন তিনি। এরপর থেকে দর্শকদের একের পর এক চমকে উপহার দিয়ে যাচ্ছেন। এবার তার ব্যস্ততা বিজ্ঞাপন নিয়ে।
এ প্রসঙ্গে মিম বলেন, প্রতিনিয়ত নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। তবে বেশিরভাগ পছন্দ হচ্ছে না। তাই হয়তো অনেক বেশি কাজ আমার করা হয়ে ওঠে না। কারণ আমি বুঝেশুনে ভালো কাজের সঙ্গে সবসময়ই থাকতে চেয়েছি।
তিনি বলেন, সম্প্রতি জেমস ডেভেলপমেন্টের একটি নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। নতুন এই বিজ্ঞাপনে আমার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ভাই। খুব শিগগিরই বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। এর আগেও এই কোম্পানির কাজ করেছি। আমার বিশ্বাস, নতুন এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।
বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হব’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে ‘দাগ’ ছবিতে মিমের বিপরীতে রয়েছেন নায়ক বাপ্পি।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, চমৎকার গল্পের ছবি ‘দাগ’ ও ‘আমি নেতা হব’। ইতোমধ্যে শুটিং এর কাজ শেষ হয়েছে। আশা করি দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন এ দুই ছবিতে। সামনে আরো কিছু কাজের খবর দিতে চাই। সেগুলোতে থাকবে নতুন চমক।
আজকের বাজার: আরআর/ ১১ ডিসেম্বর ২০১৭