রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে নিহত দুই শিক্ষার্থীর একজন দিয়া খানম মিম। তার মৃত্যুতে শোকে স্তব্ধ বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
বুধবার (১ আগস্ট) বিকালে মিমের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করবেন নৌমন্ত্রী।
গত রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বাসচাপায় প্রাণহানির ঘটনায় ওইদিন রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।
আজকের বাজার/এমএইচ