মিম ও করিমের স্মরণে সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্জ্বলন

রাজধানীর বিমানবন্দর সড়কের কাছে দুই কলেজ শিক্ষার্থীর বাসের চাপায় নিহতের ঘটনায় দেশব্যাপী চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। এই দুই শিক্ষার্থী আব্দুল করিম রাজীব ও দিয়া খানম মিমের স্মরণে সারাদেশে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

তাদের এই কর্মসূচিতে সারাদেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান ও জানিয়েছেন সংগঠনের সভাপতি জি এম জিলানী শুভ। শুক্রবার (৩ আগস্ট) সন্ধ্যায় শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির কর্মীরা।

ছাত্র ইউনিয়নের সভাপতি সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সবাই যেন অংশগ্রহণ করেন। অফিস, দোকান, বাড়ি যে যেখানেই থাকুক না কেন, সবাই যেন স্বজনদের নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।’

প্রতি বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০ হাজার মানুষ মারা যায় বলে উল্লেখ করে জি এম জিলানী শুভ বলেন, প্রতি বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২০ হাজার মানুষ মারা যায়। আহত হন তিন লাখের মতো মানুষ। সড়কের অব্যবস্থাপনার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।

সহ্যের সীমা আজ ছাড়িয়ে গেছে বলেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমে এসেছে বলে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবে।

এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন নন্দী জানান, নিরাপদ সড়ক এবং নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে সর্বস্তরের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। আমরাও তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছি।

দেশ জুড়ে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত রাজধানীর শাহবাগসহ দেশজুড়ে একই সময়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

আজকের বাজার/এমএইচ