রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় কয়েক দফা বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন আস্তানার ভেতরে থাকা জঙ্গি আব্দুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকে র্যাব। এর আগে ওই বাড়িতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে, রাত পৌনে ১০টার দিকে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ওই বাড়ি থেকে ধোঁয়া উড়তেও দেখা যায়।
জঙ্গি আবদুল্লাহ র্যাবের আহ্বানে আত্মসমর্পণ করতে রাজি হয়েও শেষ পর্যন্ত মত পাল্টে ফেলে। মঙ্গলবার রাতে আস্তানার ভেতর থেকে পর পর চারটি ভারি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চমতলায় আগুন ধরে যায়। সেখানে অবস্থানকারী জঙ্গি আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ সাতজনের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
এর আগে গত সোমবার রাতে টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে দারুস সালামের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহসহ পরিবারের ৭ জন বাড়িটির পঞ্চম তলায় অবস্থান করছিল।
আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭