মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার ‘জঙ্গি আস্তানায়’ নারী ও শিশুসহ ৬ থেকে ৭ জন রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ।
৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জঙ্গি আবদুল্লাহ রয়েছে। তার সঙ্গে তার দুই ছেলে ও স্ত্রীসহ ৬/৭ জন রয়েছে। তাদের আত্মসমর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে আত্মসমর্পণ না করলে অভিযান চালানো হবে।
জঙ্গি আব্দুল্লাহসহ ৬ ভেতর থেকে জঙ্গি আবদুল্লাহর বোন আত্মসমর্পণ করেছে। এখন তাকে দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া জঙ্গি আস্তানার ভেতর নারী-শিশুসহ সাতজন আছে বলে র্যা্বের ধারণা।
উল্লেখ, সোমবার গভীর রাতে বুদ্ধিজীবী কবরস্থানের পাশের একটি ছয়তলা ভবন ঘিরে ফেলে র্যাব সদস্যরা। এরপরে র্যাব সদস্যদের লক্ষ্য করে থেকে চারটি বোমা ছোঁড়া হয়।
এর আগে, টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র্যাব। তাদের দেওয়া তথ্যে মিরপুরের এ বাড়ি ঘিরে অভিযান শুরু করে র্যাব।
আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭