রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে একটি বাড়িতে অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে ‘গোলাগুলিতে’ এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে জালালউদ্দিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্বাযড়িটি থেকে তিন নারীসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। এদিকে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার। তবে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আজকের বাজার/আরজেড