মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে, আহত ৪

রাজধানীর মিরপুর ৭ নম্বরে চলন্তিকা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কবির হাবিব ও রফিক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আল আরাবিয়া মসজিদের পশ্চিম পাশের চলন্তিকা বস্তিতে আগুন লাগে। রাত দেড়টার দিকে আগুনের শিখা পুরোপুরি নেভানো সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। আশপাশের এলাকাগুলোতে পানির অভাবে আগুন নেভাতে সময় লাগে।

আগুনের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্যা শুক্রবার রাতে ঘটনাস্থলে যান।

সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সিটি করপোরেশন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে।

আজকের বাজার/এমএইচ