রাজধানীর মিরপুরের ‘ইলিয়াস মোল্লা বস্তি’র অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশিষ বর্ধনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার, ১২ মার্চ দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশিষ বর্ধনের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ ও সিনিয়র স্টেশন (মিরপুর) অফিসার মো. আরেফিন।
অগ্নিকাণ্ডের বিষয়ে কমিটির প্রধান দেবাশিষ বর্ধন বলেন, ‘মঙ্গলবার (১৩ মার্চ) থেকে মূল তদন্ত শুরু হবে। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে।’
এর আগে, সোমবার, ১২ মার্চ ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে যায় অন্তত কয়েক হাজার ঘরবাড়ি।
আরএম/