সাখাওয়াৎ লিটন: শিশুদের শৈল্পিক মনন ও সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা আর্ট স্কুল প্রথমবারের মতো আয়োজন করলো ‘অ্যান্যুয়েল আর্ট এক্সপো-২০১৭’। যা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
মিরপুরের চেরি ব্লোসম স্কুল এন্ড কলেজের মিশু আর্ট গ্যালারিতে গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয় এই অ্যাক্সিবিশন। খুলনা আর্ট ইনন্টিটিউটের জনপ্রিয় চিত্রশিল্পী ও প্রফেসর নজরুল ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রায় ১২ জন শিশু শিল্পীর আঁকা চিত্রপট নিয়ে সাজানো হয় এই চিত্র প্রদর্শনী।এই শিশুরা বাংলাদেশ ছাড়াও লাটভিয়া, বুলগেরিয়া ও রোমানিয়ার বিভিন্ন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে। প্রদর্শনীর প্রতিটা ছবিতে তাদের সুপ্ত মনের শৈল্পিক হাতে ফুটে উঠেছে তাদের নিজস্ব কল্পনা।
অনুষ্ঠানের আয়োজক আবু বকর ফজল-ই রাব্বি জানান, ‘শিশুদের শহুরে জীবনে তেমন শিল্প চর্চা করার খুব বেশি সুযোগ হয় না। চার দেয়ালে বন্দী জীবনে তাদের চিন্তাশক্তি আবদ্ধ হয়ে যাচ্ছে। তাই শিশুদের শিল্প মনকে জাগানো, তাদের সংস্কৃতির সঙ্গে পরিচিতি করাতে আমাদের এগিয়ে আসা। আমাদের চেষ্টা থাকবে প্রতি বছর এর ধারাবাহিকতা বজায় রাখা।’
বাচ্চাদের এই শিল্প চর্চাকে উৎসাহিত করার জন্য তিনি সবাইকে অ্যান্যুয়েল আর্ট এক্সপো-২০১৭ তে যাবার আমন্ত্রন জানান।
আজকের বাজার: সালি / ২৪ ডিসেম্বর ২০১৭