রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট । শনিবার দুপুর সোয়া একটার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি জানান, শনিবার দুপুর সোয়া একটার কিছু পর ঝুটপট্টিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন লাগার পরই গুদামে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসে বলে ও জানান তিনি।
আজকের বাজার/এ.এ