রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় সোমবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে র্যাব।
নিহত আসাদুলকে (৩০) মাদক ব্যবসায়ী দাবি করে র্যাব বলছে, তার বিরুদ্ধে মাদক চোরাকারবারীসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
র্যাব-২ এর এএসপি (অপারেশন অফিসার) সাইফুল মালিকের ভাষ্য, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করা হয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ তাদের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানালেন র্যাবের এই কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনাস্থলে একদল মাদক চোরাকারবারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে তাদের সাথে র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ আসাদুল মারা যায়। এসময় অন্যরা পালিয়ে যায়।
আজকের বাজার/এমএইচ