ঈদ উল ফিতকে সামনে রেখে রাজধানীর মিরপুরে উদ্যোক্তারা নানা রকম পণ্য দিয়ে সাজিয়েছেন ৩ দিনব্যাপী ‘ঈদ উদ্যোক্তা হাট’। হাটে উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে। এতে ৩৫ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মে ) মিরপুরের ১০ নম্বর চত্বর সংলগ্ন বিলাস ভবন কমিউনিটি সেন্টারে বসেছে এ হাটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ হাটের উদ্যোক্তা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ফেসবুকভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ। তিন দিনব্যাপী এ হাট ৩১ মে থেকে ২ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আয়োজকদের পক্ষে গ্রুপের মডারেটর আমিনুল ইসলাম জানান, এখানে যারা অংশগ্রহণ করছেন, তাদের নির্দিষ্ট কোনো স্টল নেই। ঈদের আগে এমন আয়োজন, যাতে করে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। উদ্যেক্তা এবং ক্রেতারা উভয়ই যেন এ আয়োজনে উপকৃত হন।
উদ্যেক্তা হাটে বিভিন্ন রকমের শাড়ি, থ্রি-পিস, বাহারি ডিজাইনের ড্রেস, গহনা, ব্যাগ, শিশুদের ড্রেস, পাটজাত পণ্য, আচারসহ ই-কমার্স, তথ্যপ্রযুক্তি পণ্য, গৃহস্থালি পণ্য বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে।
আমিনুল ইসলাম আরও জানান, উদ্যোক্তা হাটের বিশেষ আকর্ষণ-ইফতারের পরে মাত্র ৫০ টাকায় আনলিমিটেড ফুচকা খাওয়ার সুযোগ।
শুধু তাই নয়, রয়েছে হাতে ফ্রি মেহেদি লাগানোর অফার। এছাড়া কেনাকাটায় রয়েছে ৫ থেকে ২০ শতাংশ মূল্যছাড়।
আজকের বাজার/এসএম