মিরপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

 

রাজধানীর মিরপুর- ১১ নম্বর সেকশনে বাসার জানালা দিয়ে গুলি ছুড়ে মোহাম্মদ রাজন মিয়া (২৯) নামে এক ব্যবসায়ীকে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ০৩ আগস্ট সকাল ৬টার দিকে কালশী স্কুলের পেছনে আলাউদ্দিন মাদবরের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, রাজন এলাকাতে ভাঙারির ব্যবসা করেন। ওই বাসায় তিনি ভাড়া থাকেন।

রাজন মিয়ার স্ত্রী ডলি আক্তার জানান, সকালে কয়েকজন লোক তাদের দরজায় কড়া নাড়ে। সেসময় সবাই ঘুমিয়ে ছিলেন। শব্দ পেয়ে রাজন ঘুম থেকে ওঠে দরজা খুলতে যান। তবে এর আগে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছিলেন কারা এসেছে। সে সময়ই কাঁচের জানালা ভেদ করে একটি গুলি আসে। এরপরই সবাই পালিয়ে যায়।

ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, রাজনের গলার ডান পাশে একটি গুলি লেগেছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

আজকের বাজার: আরআর/ ০৩ আগস্ট ২০১৭